SmartPhone রিভিউ জোন [ পর্ব-০১ ] :: Phone 5C

Share:
I Phone মনে হয় smart phone এর জগতে একটা royal phone ।  i phone এর এ পর্যন্ত অনেক মডেল বের হলেও এর মধ্যে I phone 5c অন্যতম। কারণ এটি মূলত এশিয়ার বাজার ধরার জন্য বের করা হয়েছে। ( অন্য কথায় বাজেট ফোন )।
এছারাও এটি আপেলের প্রথম colorful এবং প্লাষ্টিক বডির ফোন। তবে মনে করবেন না প্লাষ্টিক বলে এর বিক্রি কম। এটি এই মাসের ৪র্থ সর্বচ্চো বিক্রিত ফোন। এ মডেলের লাল ও নীল রঙের মডেলটি বের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এর এক মাসের স্টক শেষ হয়ে যায়।
এবার এই ফোনটির বিস্তারিত review দেখে নেই।
Display-4.0" LED-backlit IPS LCD Capacitive Full Multi Touch (640px * 1136px)
Weight-132 gm
OS-IOS 7
Memory card slot-হে হে নাই
Internal memory-16 & 32 GB
Ram-1GB
Bluethooth ( নীল দন্ত )-v4.0 with A2DP
CPU-Dual-core 1.3 GHz
Battery-1510 mah
Camera-8 mp front 1.2 mp
Sensor-Accelerometer , gyro , proximity , compass
নির্মাতা - Apple INC ( আপেল )
এবার প্রধান কথা
Price - 16 GB  -46,665
- 32 GB  -55,165  
একে কি বাজেট ফোন বলে ?

কোন মন্তব্য নেই